ছবি: সোলায়মান হাজারী ডালিম
নিজস্ব প্রতিনিধি>>
ফেনী সপ্তাহ ব্যাপী টানা বৃষ্টি ও ভারতীয পাহাড়ী বন্যায় সৃষ্ট জলজটে কপাল পুড়ল দিন মজুর শ্রমিকদের। কাজের সন্ধানে প্রতিদিনের মত শহরের ট্রাংক রোড় কাজের খোঁজে ঘন্টার পা ঘন্টা অপেক্ষা করেও শুন্য হাতে ঘরে ফিরতে হচ্ছে তাদের। ফলে অনাহারে অর্ধাহারে দিন অতিবাহিত করছেন তারা।
জানা যায়, বর্ষা মৌসুমে দিনাজপুর, রংপুর, নীলফামারী, লক্ষ্মীপুর, খুলনা ও পঞ্চগড় থেকে বিপুল পরিমান দিন মজুর ফেনীতে আসে। শহরের ট্রাংক রোড, উপজেলা শহর ও জেলার সবক’টি হাট বাজারে অবস্থান করে এসব শ্রমিকরা বাসা-বাড়ীতে ও ক্ষেতে- খামারে কাজ করে। এসব শ্রমিকরা দৈনিক মুজুরী ২৫০ থেকে ৩’শ টাকায় কাজ করে। কিন্তু গত সাপ্তাহ ধরে টানা বৃষ্টিতে ফেনী শহরসহ উপজেলার নিন্মাঞ্চল পানিতে তলিয়ে যাওয়ায় কাজ বন্ধ রয়েছে। ফলে অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করতে হচ্ছে তাদের।
তোরাব আলী দিনের কাজ করতে নিজ বাড়ি ব্রাক্ষ্মবাড়িয়া থেকে ফেনীতে এসেছে। কিন্তু গত এক সপ্তাহে কাজ করেছে মাত্র একদিন। তোরাব আলী কান্না জড়িত কণ্ঠে বলে, বাড়িতে ত’ পোলা মাইয়ারা না খাইয়া আছে, আমার দিকে চাইয়া থাহে এখান থেইকা কখন ট্যাকা পাঠামু। বৃষ্টিতে পথঘাট ডুইবা গেছে। মাঠে কাম (কাজ) নেই। এমুনি চললে কি করুম বলে দীর্ঘশ্বাস ছাড়েন তিনি।
সোমবার সকালে শহরের ট্রাংক রোড়ে কাজের সন্ধানে দাঁড়িয়ে থাকা এরকম আরো অনেকের সাথে কথা হয় এ প্রতিবেদকের। দিনাজপুরের কালা, জামাল, বরকত, সামছু, জমির মিয়া, হায়াত আলী, নেত্রকোনার জহির, কেরাম, লক্ষীপুরের মিয়াধন, ইসমাইল, কালু মুন্সিসহ সব শ্রমিকের চোখে-মুখে হতাশার ছাপ।
সম্পাদনা: আরএইচ