পরশুরাম প্রতিনিধি>>
পরশুরামে তিনদিন ব্যাপী বৃক্ষ মেলা শুরু হয়েছে। মঙ্গলবার সকারে উপজেলা চত্ত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে নর প্রধান অতিথি ছিলেন পরশুরাম উপজেলার চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন মজুদার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোয়ারা বেগমের সভাপতিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলার ভাইস চেয়ারম্যান এনামুল করিম মজুমদার বাদল।
উপজেলা কৃষি অফিসার হানিফ-ই হায়দারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোস্তফা মোস্তাকুর রহিম খান, উপজেলা প্রকৌশলী আশ্রাফুল ইসলাম ভূইয়া, মুক্তিযুদ্ধা মাওঃ আজিজুল হক মজুদার প্রমূখ।
পরে স্থানীয় মুক্তিযোদ্ধাদের মাঝে দুইটি করে ফলজ বৃক্ষ প্রদান করেন।
সম্পাদনা: আরএইচ
পরশুরামে তিন দিন ব্যাপী বৃক্ষমেলা শুরু
