সদর প্রতিনিধি>>
ফেনীতে ২টি দেশীয় তৈরী অস্ত্র উদ্ধার করেছে র্যাপিড় এ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে শহরের বারাহীপুর থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
র্যাব জানায়, ওই এলাকার ফজল মিয়ার বাড়ীতে সন্ত্রাসী কার্যকলাপ সংগঠনের উদ্দেশ্যে কিছু দুস্কৃতিকারী অবস্থান করছে বলে গোপন সংবাদের ভিত্তিতে খবর পায় র্যাব। ভোরে ওই বাড়িতে অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় ২টি দেশীয় তৈরী এলজি, ২ রাউন্ড কার্টুজ উদ্ধার করা হয়। এর আগে র্যাবের উপস্থিতি টের পেয়ে দুস্কৃতিকারীরা পালিয়ে যায়।
ফেনী র্যাবের কোম্পানী কমান্ডার মেজর মোঃ মোজাম্মেল হোসেন অস্ত্র উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন।
সম্পাদনা: এনকে
ফেনীতে ২টি এলজি উদ্ধার করেছে র্যাব







