বিশেষ প্রতিনিধি>>
সরকারী নিষেধাজ্ঞায় মহাসড়কে তিন চাকার যান বন্ধ থাকায় অসহনীয় দূর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। এ সুযোগে চালকরা অতিরিক্তি ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে।
যাত্রীদের অভিযোগ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে মহাসড়কে সিএনজি চালিত অটোরিক্সা, মটর চালিত টমটম, মটর চালিত রিক্সা, ট্যাক্সি, চীন থেকে আমদাকৃত তিন চাকার সুপার, মালবাগী ট্রাক্টর, ভড়ভটিসহ তিন চাকার যান বন্ধ ঘোষণায় মহাসড়কে এসব যান চলাচল বন্ধ হয়ে যায়। ১ আগস্ট থেকে এ নিষেধাজ্ঞা জারী হলে সিএনজি শ্রমিক ও মালিকরা প্রতিবাদ জানায়। সরকারের অনড় অবস্থানের কারনে শহর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রত্যন্ত অঞ্চলের মানুষ।
ফেনীর দক্ষিণাঞ্চলের প্রায় ২ হাজার সিএনজি চালক প্রতিদিন ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের লালপোল বাইপাস সড়ক হয়ে ফেনী শহরে প্রবেশ করে। এদের মধ্যে সোনাগাজী, মতিগঞ্জ, কুঠিরহাট, মরুয়ারচর, বাগেরহাট, ফাজিলপুর, ফরহাদনগর-লেমুয়া, মমতাজ মিয়া, ছনুয়া, লস্করহাট, ভূঞার হাট সড়ক হয়ে কয়েক হাজার যাত্রী প্রতিদিন ফেনীতে আসেন। একই ভাবে ফেনীর পশ্চিমাঞ্চলের রাজাপুর, সিলোনীয়া, দাগনভূঞা, দরবেশের হাট, গজারিয়া, পাঁচগাছিয়া, গুনবতি, মোহাম্মদ আলী, ফতেহপুর ও শর্শদীসহ বিভিন্ন স্থান থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে ফেনীতে প্রবেশ করে। প্রজ্ঞাপন জারির পর জেলার দক্ষিণাঞ্চলের তিন চাকার যাত্রীদেরকে লালপোল ও পশ্চিমাঞ্চলের যাত্রীদেরকে মহিপাল ও উত্তরাঞ্চলের যাত্রীদের মোহাম্মদ আলী বাজার সহ মহাসড়ক সংলগ্ন বিভিন্ন স্থানে নামিয়ে দেয়া হচ্ছে। এতে করে যাত্রীরা মাঝপথে নেমে গিয়ে পরিবহন সংকটে ব্যাপক বিড়ম্বনার শিকার হচ্ছে। তাদের অভিযোগ মহাসড়কে সিএনজি বন্ধের অজুহাতে কিছু চালক অতিরিক্ত ভাড়া আদায় করছে। সোনাগাজী-ফেনীর আবুল কালাম আজাদ নামের এক ব্যাংকার জানান, গত কয়েক দিন পূর্ব নির্ধারিত ভাড়া আদায় করেও আমাদেরকে লালপোলে নামিয়ে দেয়া হয়। লালপোল থেকে শহরে যাওয়ার জন্য টাউনসার্ভিস ছাড়া অন্যকোন পরিবহন না থাকায় যাত্রীদের বিড়ম্বনা আরো বাড়ছে।
জাহাঙ্গীর আলম নামের এক সিএনজি চালক জানান, গত কয়েকদিন যাবত মহাসড়কে না ওঠতে পারায় তেমন কোন ভাড়া পাচ্ছিনা। এতে করে সংসারে ৭ জনের খানা খোরাক জোগানোসহ কোম্পানীকে জমার টাকা দিতে ব্যাপক হিমশিম খেতে হচ্ছে।
এ বিষয়ে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার শামছুল আলম সরকার জানান, সরকারী সিদ্ধান্তের আলোকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশে যাতে তিন চাকার যান না উঠতে পারে সে ব্যাপারে পুলিশ কঠোর ভূমিকায় রয়েছে।
সম্পাদনা: আরএইচ
ফেনীতে তিন চাকার যান বন্ধ ॥ যাত্রীদের চরম দূর্ভোগ







