নতুন ফেনী ডেস্ক>>
ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা মুহাম্মদ মোশাররফ হোসেন স্মরণে দাগনভূঞা ও সোনাগাজীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে দাগনভূঞা কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, দাগনভূঞা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন চৌধুরী, পৌর যুবদল সভাপতি হুমায়ুন কবির বাবু, সাধারণ সম্পাদক আব্দুল কাদের বাবু ও ছাত্রদল সভাপতি কামরুল উদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন।
এদিকে একই সময়ে সোনাগাজীতে আলাচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন বাবলু, সাধারণ সম্পাদক সামছুদ্দিন খোকন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ঈমাম উদ্দিন ভূঞা, যুবদলের উপজেলা সাধারণ সম্পাদক খোরশেদ আলম, পৌর বিএনপির সাবেক সভাপতি আলা উদ্দিন গঠন, পৌর যুবদলের সভাপতি পিএস দুলাল ও ছাত্রদল সভাপতি সৈয়দ আলম ভূঞাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদনা: আরএইচ/ইঅার
দাগনভূঞা ও সোনাগাজীতে এমপি মোশাররফের মৃত্যুবার্ষিকী পালিত
