সদর প্রতিনিধি>>
ফেনীতে সদর উপজেলা পরিষদের মহিলা ফোরামের সদস্যদের নিয়ে পরামর্শ সভা করেছে এনজিও ব্র্যাক। বুধবার সকালে উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পিকেএম এনমুল করিম। ব্র্যাকের স্থানীয় সরকার শক্তিশালীকরণ কর্মসূচীর জেলা ব্যবস্থাপক বিদ্যুৎ কুমার নন্দির সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোমেনা বেগম, ব্র্যাকের নারীর বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধ কর্মসূচীর জেলা ব্যবস্থাপক তারা সাংমা, সদর উপজেলা সামাজিক ক্ষমতায়ন কর্মকর্তা নুরুল ইসলাম, মনিটরিং অফিসার আবেদাতু আসমা উল হুসনা, সংগঠক জিয়াউর রহমান প্রমূখ। ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর আয়োজনে এ সভায় ফেনী সদর উপজেলার ১২ ইউনিয়ন পরিষদের নির্বাচিত ২৮ জন মহিলা সদস্যরা অংশ নেয়।
সম্পাদনা: এনকে
ফেনীতে উপজেলা মহিলা ফোরামের পরামর্শ সভা







