শহর প্রতিনিধি>>
”আগামী প্রজম্মের জন্য সবুজায়নে বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে বৃক্ষ রোপন ও গাছের চারা বিতরণ কর্মসূচী পালন করেছে রোটারী ক্লাব অব ফেনী সেন্টাল। শনিবার ফেনী সরকারী জিয়া মহিলা কলেজে এ কর্মসূচী পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ফাতেমা আফরোজ, বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ মোঃ রুহুল আমিন।
প্রোগ্রাম চেয়ারম্যান ও কলেজর সহকারী অধ্যাপক মোঃ আজিজুর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ক্লাব প্রেসিডেন্ট মোমিনুল হক চৌধুরী, সেক্রেটারী ফরিদ আহম্মদ ভূঞা, জয়েন্ট সেক্রেটারী আবদুর রব, ভাইস-প্রেসিডেন্ট আবু জোবায়ের মুন্না, প্রেসিডেন্ট ইলেক্ট এহসানুল হক, আই পি.পি জালাল উদ্দিন বাবলু, এসিস্টেন্ট গভর্ণর মোস্তফা আজিজুল মনির, পি.পি শাহীন হায়দার, সদস্য ইজ্ঞিনিয়ার চঞ্চল দে সরকার, জাহাঙ্গির আলম রাজ, সার্জেন অব আমর্স তোফায়েল আহম্মদ লিটন।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন রোটারেক্ট ক্লাব অব ফেনী সেন্টালের প্রেসিডেন্ট নজরুল ইসলাম, সেক্রেটারী তাহমিনা ফেরদৌস লাভনী, আই পি.পি আবুল হাসনাত রনি, পি.পি শরীফুল ইসলাম অপু, এড. ফজলুল হক ছোটন, আবু নাছির, প্রোগ্রাম চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন মোঃ জসিম উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে প্রায় ২ শতাধিক ছাত্রীর মাঝে ফলজ ও ঔষুধী গাছ বিতরণ করেন অতিথিবৃন্দ।
সম্পাদনা: এনকে
রোটারী ক্লাব অব ফেনী সেন্টালের বৃক্ষ রোপন ও চারা বিতরণ কর্মসূচী
