দাগনভূঞা প্রতিনিধি>>
দাগনভূঞা পৌরসভার আলাইয়া পুর গ্রামে দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত দেড়টা দিকে এ ঘটনা ঘটে। ডাকাতরা স্বর্ণালঙ্কারসগ অন্তত ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় বলে ক্ষতিগ্রস্থদের দাবী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই দিন রাতে পৌরসভার আলাইয়া পুর গ্রামের কালাম কন্ট্রাক্টরের বাড়ীর কালা মিয়ার ছেলে আবুল হোসেনের বসত ঘরের দরজা ভেঙ্গে জোরপূর্বক একদল ডাকাত প্রবেশ করে। ডাকাতরা পরিবারের সদস্যদের মারধর করে। এসময় অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে থাকা নগদ টাকা, ১৩ ভরি স্বর্ণ ও ঘরের মূল্যবান কাপড়-চোপড় ও অন্যান্য জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
দাগনভূঞা থানার পরিদর্শক আসলাম উদ্দিন জানান, ডাকাতির ঘটনা সম্পর্কে তিনি অবগত আছেন। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয় হবে বলেও তিনি জানান।
সম্পাদনা: আরএইচ/ইআর
দাগনভূঞায় দূর্ধর্ষ ডাকাতি ॥ ৫ লাখ টাকার মালামাল লুট







