সোনাগাজী প্রতিনিধি>>
সোনাগাজীর চরদরবেশ ইউনিয়নে ফারজানা আকাতার (১৬) নামের এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে। শনিবার রাতে ইউনিয়নের বটতলা স্বর্ণকার বাড়িতে এ ঘটনা ঘটে। কলেজের পাওনা টাকা পরিশোধ করতে না পেরে ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে দাবী করে তার পরিবার ও প্রতিবেশিরা।
নিহতের পরিবার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মেধাবী ছাত্রী ফারজানা আক্তার ফেনী সিটি কলেজে ২য় বর্ষের ছাত্রী। দীর্ঘদিন পাওনা পরিশোধ না করায় কলেজ কর্তৃপক্ষ তার নিকট ১৯ হাজার টাকা পাওনা হয়। এর মধ্যে কিছুদিন পূর্বে ১২ হাজার টাকা পরিশোধ করে ফারজানা। বাকী টাকার জন্য প্রতিদিনই কলেজ কর্তৃপক্ষ তার সাথে মন্দ ব্যবহার করে। ফারজানা বিষয়টি নিয়ে তার মায়ের সাথে কথা কাটাকাটি করলে তার মা প্রয়োজনে পড়ালেখা বন্ধ করে দিতে বলে। এ ঘটনার পর ফারজানা ঘরে ঢুকে ওড়না পেছিয়ে আত্বহত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় নিহতের ভাই হাফেজ শাহজাহান বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে। নিহত ফারজানা বটতলার স্বর্ণকার বাড়ির মৃত শাহ আলমের মেয়ে। সে ৩ ভাই বোনের মধ্যে মোঝো সন্তান ছিলো। ফারজানার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরে রাতেই পারিবারিক কবরস্থানে তাকে দাপন করা হয়।
এ ব্যাপারে ফেনী সিটি কলেজের পরিচালক জিয়া উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান কলেজের কোন ছাত্রীর নিকট এত টাকা পাওনা থাকার কথা নয়। তাছাড়া পাওনা থাকলেও কাউকে টাকার জন্য চাপ সৃষ্টি করা হয় নাই।
সম্পাদনা; এনকে
সোনাগাজীতে কলেজ ছাত্রীর আত্মহত্যা







