নিজস্ব প্রতিনিধি>>
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ফেনীর মহিপালে নির্মিতব্য ৬ লেন বিশিষ্ট উড়াল সেতু নির্মাণের স্থান পরিদর্শন করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। রবিবার বিকালে পরিদর্শনকালে তিনি গণমাধ্যম কর্মীদের জানান, দেশে প্রথমবারের মত মহিপালে ৬ লেন বিশিষ্ট উড়াল সেতু নির্মাণ করবে সরকার। ইতিমধ্যে ১ শ ৫৭ কোটি টাকা ব্যায়ে এ সেতু নির্মাণের জন্য প্রাথমিক ভাবে সব কাজই শেষ হয়েছে।
আগামী ডিসেম্বরে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। ২০১৮ সালের মধ্যেই সেতুটি চালু হলে ফেনীবাসী যানজট থেকে মুক্তি পাবে বলে মন্ত্রী ওবায়দুল কাদের আশাবাদ ব্যাক্ত করেন।
এসময় মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন ফেনীর ভারপ্রাপ্ত পুলিশ সুপার শামসুল আলম সরকার, প্রকল্প কর্মকর্তা মেজর জুলফিকার, মেজর সাদেক, ক্যাপ্টেন সাত্তার, প্রমূখ। এছাড়াও জেলা আওয়ামীলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রহমান বিকম, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শুসেন চন্দ্রশীল, নজরুল ইসলাম স্বপন মিয়াজীসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদনা: এনকে








