শহর প্রতিনিধি>>
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে বিদ্যুৎ, গ্যাস ও দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে ফেনী জেলা বিএনপি। রবিবার বিকালে শহরের এসএসকে রোড়স্থ সমবায় মার্কেটের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ইসলামপুর রাস্তার মাথা প্রদক্ষিণ করে পূনরায় সমবায় মার্কেটের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
মিছিলের অগ্রভাগে ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আবু তাহের, সহ-সভাপতি আবদুর রাজ্জাক, সদর থানা সভাপতি এডভোকেট সৈয়দ মিজানুর রহমান, সোনাগাজী উপজেলা সভাপতি গিয়াস উদ্দিন, জেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মীর ইদ্রিস বর্তন, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহবায়ক মো. ইসমাইল হোসেন, জেলা মটর চালক দলের সভাপতি নুরের জামান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পেশাজীবী দলের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা তাঁতী দলের যুগ্ম আহবায়ক বদরুল মামুন, সদর উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন প্রমূখ। এছাড়া বিক্ষোব সভা ও মিছিলে দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেয়।
সম্পাদনা: এনকে/এনইউ








