নতুন ফেনী ডেস্ক>>
ফেনী সরকারী কলেজের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের বিদায়-বরণ অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে সম্পর্ন হয়েছে। রবিবার রাস্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সফিকুর রমমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী সরকারী কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ। সহযোগী অধ্যাপক আকতার হোসেনের তত্ত্বাবধানে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ মোহাম্মদ আবু নছর ভূঁঞা, খাগড়াছড়ি সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও ফেনী সরকারী কলেজরে সাবেক সহযোগী অধ্যাপক মোঃ কামাল হোসেন মজুমদার, ফেনী সরকারী কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক আমিনুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাশক মোর্শেদা আক্তার। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নবাগত শিক্ষার্থী নিষাদ আদনান, বিদায়ী শিক্ষার্থী মুহাম্মদ ইলিয়াস, মার্স্টার্স নবাগত আমজাদ হোসেন, মার্স্টর্স বিদায়ী এম এস আলম ভূঞা অপু প্রমুখ। অনষ্ঠান জুড়ে নবাগতদের বরণের পাশাপাশি ছিল প্রবীণদের বিদায়ের সুর। দুপুরের পর ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের অংশ গ্রহনে এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশেন করা হয়।
সম্পাদনা: এনকে
ফেনী সরকারী কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিদায়-বরণ







