দাগনভূঞা প্রতিনিধি>>
প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদানের জন্য চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগের আহবায়ক দিদারুল কবির রতনকে সংবর্ধনা দেয়া হয়েছে। রবিবার সন্ধ্যায় উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা খানমের সভাপতিত্বে এ সংবর্ধনা প্রদান করা হয়েছে।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাহিদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আব্দুল আলিম, দাগনভূঞা পৌরসভার মেয়র ওমর ফারুক খাঁন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা আক্তার শেফালী, রামনগর ইউপি চেয়ারম্যান মাস্টার কামাল উদ্দিন, জায়লস্কর ইউপি চেয়ারম্যান মামুনুর রশীদ মিলন, সদর ইউপি চেয়ারম্যান বেলায়েত উল্যাহ স্বপন, মুক্তিযোদ্ধা কমান্ডার শরিয়ত উল্যাহ বাঙ্গালী, প্রেসক্লাব সভাপতি সৈয়দ ইয়াছিন সুমন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ জাহাঙ্গীর, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জগদীশ চন্দ্র দেবনাথ ও মহিলা বিষয়ক কর্মকর্তা বিবি তহুরা। এ ছাড়াও অনুষ্ঠানে উপজেলা অফিসার্স ক্লাবের সদস্য ও উপজেলা পরিষদের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেয়।
সম্পাদনা:এনকে
দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারকে সংবর্ধনা







