নতুন ফেনী ডেস্ক>>
আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা মুফতী ফারুক আহমাদের পিতা মাওলানা মোঃ মুছা মৃত্যু বরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। সোমবার সকাল ১১টার দিকে তাঁর নিজ বাড়িতে বার্ধক্য জনিত কারনে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৯০ বছর। মরহুমের নামাযে জানাযা দুপুর ২টায় মাদ্রাসা সংলগ্ন কুমিল্লা বাসষ্ট্যান্ডে অনুষ্ঠিত হয়। জানাযা পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন মাদ্রাসা গভর্নিং বডির সদস্য এ.কে.এম শামছুদ্দীন, অধ্যাপক আবু ইউসুফ, স্থানীয় কাউন্সিলর ওমর ফারুক ভূঁইয়া বেলাল। জানাযার ইমামতি করেন জনাব মাওলানা মুফতী আবদুল হান্নান।
এদিকে মাওলানা মোঃ মুছার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জেলা জামায়াত। জেলা জামায়াতের সাভাপতি ও সেক্রেটারী স্বাক্ষরিত শোক বানীতে তাঁরা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।
সম্পাদনা: আরএই
সম্পাদনা: আরএইচ
অধ্যক্ষ মাওলানা ফারুক আহমাদের পিতার ইন্তেকাল
