নতুন ফেনী ডেস্ক>>
দাগনভূঞা উপজেলা ভাইস চেয়ারম্যান ও আ’লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন মামুনকে জড়িয়ে ধর্ষিতা মা-মেয়ে জাতীয় প্রেস ক্লাবে বক্তব্য দেয়ায় নিন্দা জানিয়েছেন উপজেলা আওয়ামীলীগ। শনিবার উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাস্টার কামাল উদ্দিন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মিলন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানান।
ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১ সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবে একই উপজেলার রাজাপুর গ্রামের আরজুমান আক্তার ২০১৩ সালের একটি ধর্ষণ মামলায় উদ্দেশ্য প্রণোদিতভাবে জড়িয়ে মিথ্য ও বানোয়াট অভিযোগ উত্থাপন করেন। যৌথ বিবৃতিতে তারা বলেন, ওই ঘটনায় ২০১৩ সালের ১১ সেপ্টেম্বর একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় জয়নাল আবেদীন মামুনের নাম ছিল না এমনকি চার্জশীট পূর্বক তদন্তেও ওই ঘটনায় তার সম্পৃক্ততার প্রমান পায়নি পুলিশ। তারা বলেন, স্থানীয় একটি কু-চক্রিমহল জয়নাল আবেদীন মামুনসহ দলের ভাবমুর্তি নষ্ট করতে উঠেপড়ে লেগেছে। জয়নাল আবেদীন মামুন হজ্ব পালনের উদ্দেশ্যে সৌদি আরবে থাকায় তার অবর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘আগরতলা বেতার’ নামে একটি ভূয়া আইডি খুলে এডিট ছবি ও কাল্পনিক ভিডিও প্রকাশ করে। তারা জয়নাল আবেদীন মামুনকে জড়িয়ে উদ্দেশ্য প্রণোদিত সাংবাদিক সম্মেলনসহ নানান অপকর্মের নিন্দা ও প্রতিবাদ জানান তারা।
সম্পাদনা: আরএইচ
দাগনভূঞায় মা-মেয়ে ধর্ষণের ঘটনায় মামুনকে জড়ানোয় আ’লীগের নিন্দা
