নিজস্ব প্রতিনিধি>>
রোটারী ক্লাব অব ফেনী অপূর্ব’র ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে ফেনী শিশু নিকেতন প্রঙ্গণে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ক্লাব প্রেসিডেন্ট রোটাঃ আবদুল আউয়াল সবুজ’র তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন সেক্রেটারী রোটাঃ মহিম উদ্দিন পৃথিবী, প্রেসিডেন্ট ইলেক্ট রোটাঃ সাইদুল মিল্লাত মুক্তা, ভাইস প্রেসিডেন্ট রোটাঃ মোঃ হানিফ মজুমদার মিন্টু, রোটাঃ মিয়া মোঃ করিমুল হক ও তাঁদের পরিবারের সদস্য ছাড়াও রোটাঃ মো: শাহাদাত হোসেন, রোটাঃ আবদুল্লাহ জিন্নাহ, রোটাঃ জহির উদ্দিন শিপন, রোটাঃ জহিরুল ইসলাম ভুঁঞা, রোটাঃ রফিকুল ইসলাম পাটোয়ারী, রোটাঃ মোঃ মনিরুল ইসলাম, রোটাঃ আবদুল আলিম সোহাগ, রোটাঃ শুভ চৌধুরী, রোটাঃ সহিদ উল্যাহ, রোটাঃ ডাঃ বেলায়েত হোসেন ও তাদের পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ইনার হুইলের ডিস্ট্রিক্ট লীডার লাভলী বায়েজিদ’র পরিবার ও রোটার্যাক্ট ক্লাব অব ফেনী অপূর্ব’র প্রেসিডেন্ট রোঃ আরাফাত উল মিল্লাত দিপুল ও সেক্রেটারী মাখজাম হায়দার মিরাজ’র নেতৃত্বে রোটার্যাক্ট ক্লাবের সদস্যগণ অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করে। অনুষ্ঠানে আনন্দ আড্ডা, খেলাধুলা, র্যাফেল ড্র এর আয়োজন করা হয়।
সম্পাদনা: আরএইচ
রোটারী ক্লাব অব ফেনী অপূর্ব’র ঈদ পূনর্মিলনী
