নতুন ফেনী ডেস্ক>>
সোনাগাজী উপজেলার কুঠির হাট সংলগ্ন একটি খামার থেকে প্রায় ২ লাখ টাকার মাছ লুট করেছে গরু আলম ও তার বাহিনী। এ ঘটনায় খামারের মালিক সিদ্দিক আল মামুন ফেনী আদালতে ৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছেন।
মামলার এজহার সূত্রে জানা যায়, দীর্ঘ দিন থেকে কুঠির হাট ও আশ পাশের এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে একটি বাহিনী গড়ে তোলে গরু আলম। ওই বাহিনী সাংবাদিক মামুনের কাছে বেশ কিছুদিন যাবত ২ লাখ টাকা চাঁদা দাবী করে আসছে। মামুন দাবীকৃত চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা ক্ষিপ্ত হয়ে তার মৎস্য খামারে বেড় দিয়ে অন্তত ২ লাখ টাকার মাছ তুলে নিয়ে যায়। এ সময় মামুন তাদের বাধা দিতে চাইলে অস্ত্র প্রদর্শন করে তাকে ও তার পরিবারকে হত্যার হুমকি দেয়। এ ঘটনায় মামুন ফেনীর জুড়িশিয়াল আদালতে ৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করে। মামলার আসামীরা হলো, চর গোপালগাঁও গ্রামের মৃত চেরু মিয়ার ছেলে নুর আলম (৩৮) প্রকাশ গরু আলম, একই গ্রামের মোঃ আব্দুল গনির ছেলে মোঃ বাহার মিয়া (৪০), আব্দুস সোবাহানের ছেলে ছুট্টু মিয়া (৪০), বিষ্ণুপুর গ্রামের মৃত মাহমুদুল হকের ছেলে সফিউল ইসলাম (৫৫) প্রকাশ খতিয়ান সফি এবং সফিউল ইসলামের ছেলে দেলেয়ার হোসেন দেলু।
স্থানীয়রা গরু আলমের অপকর্মে ক্ষোভ প্রকাশ করলেও ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেনা। এ ব্যাপারে মামুন প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
সম্পাদনা: এনকে
কুঠির হাটে খামার থেকে ২ লাখ টাকার মাছ লুট







