সোনাগাজী প্রতিনিধি>>
সোনাগাজী উপজেলার মজলিশ পুর ইউনিয়নের চান্দলায় ২ কিলোমিটার রাস্তা মেরামত করেছে স্থানীয় যুবকরা। তাদের সাথে স্বেচ্ছাশ্রমে অংশ নেয় ওই এলাকার অর্ধ শতাধিক নারী ও পুরুষ।
জানা যায়, দীর্ঘ দিন ধরে ওই এলাকার নুর মোহাম্মদ সড়কটি খানা-খন্দকে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার পরও ওই রাস্তা মেরামত না হওয়ায় স্থানীয় যুবক ইকবাল হোসেন পিকু, সোহেল চৌধূরী সুমন, আজাদ কামাল, সোহাগ চৌধূরীর নেতৃত্বে ওই রাস্তা মেরামতের উদ্যোগ নেয়া হয়। তারা ২৭ ট্রাক কংক্রিট সংগ্রহ করে স্বেচ্ছাশ্রমে ২ কিলোমিটার রাস্তা মেরামত শুরু করে। পরে তাদের সাথে স্থানীয় নারী পুরুষ স্বেচ্ছাশ্রমে যোগ দেন।
স্বেচ্ছাসেবক ইকবাল হোসেন পিকু জানান, বিগত ১৫ বছর ধরে এ সড়কের কোন সংস্কার কাজ না হওয়ায় চলা চলের অনুপযোগী হয়ে পড়ে। ফলে এ রাস্তায় জান চলাচলতো দূরের কথা পায়ে হাটাও অসম্ভব হয়ে পড়ে। জনপ্রতিনিধিদের কাছ থেকে হতাশ হয়ে এক পর্যায়ে আমরা কয়েকজন এর সংস্কার কাজের উদ্যোগ নিলে এলাকাবাসী সহযোগিতার হাত বাড়িয়ে দেয়।
এ বিষয়ে চান্দলা মনিরুল উলুম মাদরাসার মোহতামিম মাওলানা গোলাম রহমান অবহেলিত সড়কটি সংস্কারে যুবকদের উদ্যোগকে স্বাগত জানান।
সম্পাদনা: এনকে
সোনাগাজীর মজলিশপুরে স্বেচ্ছাশ্রমে রাস্তা মেরামত







