নিজস্ব প্রতিনিধি>>
ফেনীর মাথিয়ারায় জেলে পল্লীতে হামলার ঘটনায় জড়িত অপরাধীদের বাঁচানোর চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান। সোমবার বেলা সাড়ে ১১টায় ফেনী আধুনিক সদর হাসপাতালে হামলায় আহত অন্ত:সত্তা তুলসি রানী দাসকে দেখতে এসে তিনি এ মন্তব্য করেন। ড. মিজানুর রহমান বলেন, এ ঘটনায় রাষ্ট্র ও সরকারের কোন মদদ নেই। তিনি বলেন, অপরাধীদের কোন রাজনৈতিক পরিচয় নেই। তারা যে দলেরই হোক না কেন তাদের চিহ্নিত করে আইনের আওতায় এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর দাবী জানান।
ড. মিজান আরো বলেন, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাঝে একটি অশুভ শক্তি কাজ করছে। এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের এ অভিযোগ থেকে মুক্ত তা প্রমাণ দিতে হবে। আর কোন জজ মিয়া নাটক এদেশের মানুষ দেখতে চায়না বলে ড. মিজানুর রহমান বলেন, এ ঘটনায় একজন নারী তার মাতৃত্ব হারিয়েছেন, একজন মায়ের যে অপূরনীয় ক্ষতি হয়েছে তা কিছুতেই মেনে নেয়া যায় না। মানবাধিকার কমিশন চেয়ারম্যান আরো বলেন, দেশের সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম পালনের অধিকার সংবিধান দিয়েছে। তিনি বলেন, অতিতে ব্লগার হত্যার বিচার না হওয়ায় এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে।
এসময় তার সাথে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পিকেএম এনামুল করিম, সিভিল সার্জন ইসমাইল হোসেন সিরাজী, আধুনিক ফেনী সদর হাসপাতালে তত্বাবধায়ক সরোয়ান জাহান, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েন’র (বিএমএ) সহ-সভাপতি আর পি সাহা, হিন্দু-বৌদ্ধ-ঐক্য পরিষদের ফেনী জেলা সভাপতি এডভোকেট প্রিয়রঞ্জন দত্ত, সাধারণ সম্পাদন শুকদেব নাথ তপন ও ফেনী মডেল থানার পরিদর্শক মাহবুব মোরশেদ উপস্থিত ছিলেন।
সম্পাদনা: আরএইচ









