নিজস্ব প্রতিনিধি >>
ঈদের ছুটিতে অচেনা নগরীতে পরিণত হয়েছে ফেনী। কর্মব্যস্ত চিরচেনা নগরীতে নেমে এসেছে সুনসান নিরবতা। শহরের রাস্তাঘাটে নেই মানুষজন, নেই গাড়ী-ঘোড়া, দোকানপাটও বন্ধ। শহরে জনমানুষের তেমন দেখা না মিললেও আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরা রয়েছে তৎপর। চুরি, ডাকাতি ঠেকাতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবী। এদিকে চামড়া পাচার ঠেকাতে বিজিবির পক্ষ থেকে জেলার ৪৩টি স্পটকে চিহ্নিত করে বিশেষ নজরদারির ব্যবস্থা নেয়া হয়েছে।
ফেনী মডেল থানার ওসি মাহবুব মোরশেদ নতুন ফেনী’কে জানান, চামড়া পাচার রোধে বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে। এছাড়াও শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
সম্পাদনা: আরএইচ
অচেনা নগরী ফেনী







