পরশুরাম প্রতিনিধি>>
পরশুরামে মাদকদ্রব্য ও চোরাচালান নিয়ন্ত্রনে মতবিনিময় সভার আয়োজন করেছে বর্ডারগার্ড বিজিবি। সোমবার সকালে পরশুরাম উপজেলা পরিষদ মিলনায়তনে ফেনীস্থ ৪ বিজিবি ব্যাটেলিয়ান উদ্যোগে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ন মেজর কাজী ওবায়েদুর রেজা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোয়ারা বেগম’র সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন পরশুরাম উপজেলার চেয়ারম্যান কামাল উদ্দিন মজমুদার, পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী (সাজেল), উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল করিম মজুমদার বাদল, উপজেলা প্রকৌশলী মনির হায়দার, পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কাশেম চৌধুরী, স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ নুরুল আলম, মির্জানগর ইউনিয়নের চেয়ারম্যান নুরুজ্জামান ভূট্টসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ স্থানীয় কাউন্সিলর ও সাংবাদিক বৃন্দ।
সম্পাদনা: আরএইচ
মাদক ও চোরাচালান নিয়ন্ত্রনে বিজিবি’র মতবিনিময় সভা







