নিজস্ব প্রতিনিধি>>
পরশুরামের বিলোনিয়া সীমান্ত দিয়ে নোয়াখালীর কোম্পানীগঞ্জে আটক ৫ ভারতীয় শিশুকে বিএসএফ’র কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। সোমবার রাতে তাদের তাদের ওই এলাকার মজুমদারহাট বিওপি কোম্পানী কমান্ডারের নেতৃত্বে বিএসএফ’র হাতে হস্তান্তর করা হয়।
ফেনীর বিজিবি ৪ ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্ণেল শামীম ইফতেখার বলেন, আদালতের নির্দেশে তাদের হস্তান্তর করা হয়েছে ।
এর আগে শনিবার রাত ১১টায় উপজেলার নোয়াখালীর বসুরহাট পৌরসভার ৮নং ওয়ার্ড থেকে ভারতের ত্রিপুরা রাজ্যের গৌমতি জেলার উদয়পুর মহকুমার আরকে পুর থানার আবুল বাসারের ছেলে শামীম চৌধুরী (১২), গোকুলপুরের এমাত উল্যার ছেলে শাহীন চৌধুরী (৮), একই এলাকার ওবায়দুল্লার ছেলে তাক্কিন চৌধুরী (৫) ও নাসরিন বেগম (৩), এবং গোকুলপুরের মোহাম্মদ হোসেনের ছেলে নাহিদ হোসেনসহ (০১) রেহানা বেগমকে আটক করে পুলিশ।
পরবর্তীতে এই ব্যাপারে কোম্পানীগঞ্জ থানায় মানব পাচার আইনে পুলিশ বাদী হয়ে রেহানার বিরুদ্ধে একটি মামলা করেছে। আটক রেহানাসহ উদ্ধারকৃত শিশুদের আদালতে হাজির করা হলে আদালত শিশুদের হস্তান্তরের নির্দেশ দেয়।
সম্পাদনা: আরএইচ
পরশুরামের বিলোনিয়া দিয়ে ৫ ভারতীয় শিশুকে বিএসএফ’র কাছে হস্তান্তর







