ছাগলনাইয়া প্রতিনিধি>>
ছাগলনাইয়ায় মাদকদ্রব্য ও চোরাচালান নিয়ন্ত্রনে মতবিনিময় সভার আয়োজন করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ফেনীস্থ ৪ বিজিবি ব্যাটেলিয়ান উদ্যোগে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এয়ার আহাম্মদ ভূঞা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শহীদুল ইসলামের সভাপতিত্বে ও ছাগলনাইয়া মধুগ্রাম বিওপি’র কোম্পানী কমান্ডার মো: হায়দারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জুলেখা শিল্পি, পৌর মেয়র আলমগীর বিএ, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আবদুর রহিম চুট্টু ও ছাগলনাইয়া থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।
সম্পাদনা: আরএইচ/এমকেএইচ
ছাগলনাইয়ায় বিজিবি’র মতবিনিময় সভা
