নিজস্ব প্রতিনিধি>>
ফেনী আসছেন জাতীয় সমাজতান্ত্রীক দল জাসদ’র কেন্দ্রিয় সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। ২৮ নভেম্বর শনিবার শহরের মিজান ময়দানে দলটির জেলার সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি।
সম্মেলনে বিশেষ অতিথি থাকবেন জাসদ কেন্দ্রী কমিটির সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, কার্যকরী কমিটির সভাপতি মইনুদ্দিন খান বাদল এমপি, দলের কার্যকরী কমিটির যুগ্ম-সম্পাদক মোহাম্মদ খালেদ, কেন্দ্রিয় কমিটির যুগ্ন-সাধারণ সম্পাদক এড. হাবিবুর রহমান সওকত।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ইঞ্জিঃ সফিউদ্দিন আহমেদ বেলাল’র সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির সদস্য ও ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরিন আখতার সম্মেলন উদ্বোধন করবেন।
সম্পাদনা: আরএইচ
২৮ নভেম্বর ফেনী আসছেন তথ্যমন্ত্রী







