নিজস্ব প্রতিনিধি >>
ফেনীর দুই পৌরসভার ৫ কাউন্সিলরের মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন। রবিবার দুপুরে যাচাই-বাচাই শেষে তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পৌর নির্বাচনের যাচাই-বাচাই শেষে ৬ নং ওয়ার্ডে বিএনপি মনোনিত প্রার্থী হাফিজুর রহমান ঋণ খেলাপী ও ১৬ নং ওয়ার্ডের আরিফুর রহমান ভূঞা মনোনয়নপত্রে স্বাক্ষর না দেয়ায় মনোনয়ন পত্র বাতিল করে কমিশন।
একই ভাবে দাগনভূঞা পৌরসভার ১ নং ওয়ার্ডের মাহবুবুর রহমান হলফ নামা জমা না দেয়ায়, ফজলুল হক বাহাদুর ও মো: ইব্রাহিম তথ্য গোপনের অভিযোগে মনোনয়ন পত্র বাতিল করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্ণিং কর্মকর্তা ফরিদা খানম।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা রিটাণিং অফিসার মো: এনামুল হক ফেনী পৌরসভার ২ কাউন্সিলরসহ ৫ জনকে প্রত্যাহারের সত্যতা নিশ্চিত করেন।
সম্পাদনা: আরএইচ
ফেনীর দুই পৌরসভায় ৫ কাউন্সিলর’র মনোনয়ন বাতিল
