নিজস্ব প্রতিনিধি>>
ফেনী পৌরসভা নির্বাচনে তিন কাউন্সিলর প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। সোমবার রিটার্নিং অফিসারের কার্যালয়ে স্ব-শরীরে উপস্থিত হয়ে মনোনয়ন পত্র প্রত্যাহার করেন।
সংশ্লিষ্ট সূত্র মতে, ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনে ফেনী পৌরসভার ১২ নং ওয়ার্ডে কমিশনার প্রার্থী আবদুল্লাহ বাবু ও মাকসুদুর রহমান এবং ১৮ নং ওয়ার্ডের আবুল হোসেন মনোনয়নপত্র প্রত্যাহার করেন। ফলে ১২ নং ওয়ার্ডে আ’লীগ সমর্থিত কাউন্সিলর হারুন অর রশিদ মজুমদার বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ের পথে। এ পৌরসভায় এ পর্যন্ত কাউন্সিলর-মহিলা কাউন্সিলরসহ ২৪টি কাউন্সিলর পদে ১৯ প্রার্থী জয়ের িদিনক্ষণ গুনছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা রিটার্নিং অফিসার মো: এনামুল হক এক মেয়রসহ তিন কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের সত্যতা নিশ্চিত করেন।
সম্পাদনা: আরএইচ
ফেনী পৌরসভায় জয়ের পথে অারো এক কাউন্সিলর
