নতুন ফেনী ডেস্ক>>
ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের জোয়ার কাছাড় গ্রামের জহরলাল কর্মকারের ছেলে শিপন কর্মকার। কোমরের জয়েন্টে রক্ত ক্ষরণের কারণে মৃত্যু হাতছানি দিয়ে ডাকছে তাকে। কিন্তু মাত্র ১০ লাখ টাকাই বাঁচাতে পারে হতভাগ্য শিপনকে।
জানা যায়, দীর্ঘদিন থেকে সত্তোরোর্ধ জহরলাল কর্মকারে ছেলে শিপন কর্মকার দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন। ছেলের চিকিৎসার জন্য সহায়-সম্বল যা কিছু আছে সবই বিক্রি করে নি:স্ব হয়ে মানুষের দ্বারে দ্বারে গুরছেন বৃদ্ধ পিতা। টেনেটুনে এসএসসি পাশ করার পর বন্ধ হয়ে যায় তার লেখা পড়া। আর্থিক দৈন্যদশায় হতভাগা শিপন লেখাপড়া ছাড়লেও মরণ ব্যাধী তার পিছু ছাড়েনি এখানো। বর্তমানে সে ঢাকা র জাতীয় অর্থোপেডিক হাসপতালে ও পুনর্বাসন প্রতিষ্ঠান’র (নিটোর) ডা: শ্যামল দেবনাথের চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন তাকে দ্রæত অপারেশন করাতে হবে। তার জন্য দু’ দফায় ১০ লাখ টাকার প্রয়োজন হবে।
দীর্ঘদিন চিকিৎসা ও পরিবারের ভরণ পোষণে বৃদ্ধ জহরলাল’র পক্ষে এত টাকা জোগাড় করা অসম্ভব হয়ে গেছে। হ্দয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করছেন শিপনের অসহায় পরিবার। চিকিৎসার জন্য সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করুন এই মোবাইলে- ০১৮৫১২২৭৫৫৭ (য়য়য়য়বিকাশ)।
সম্পাদনা: আরএইচ
শিপনকে বাঁচাতে এগিয়ে আসুন
