দাগনভূঞা প্রতিনিধি>>
নির্বাচনে বিএনপি বিজয়ী হলে গনতন্ত্র সমুন্নত হবে জঙ্গীবাদ নিশ্চিহ্ন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহম্মদ। শনিবার বিকালে দাগনভূঞা পৌর নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী কাজী সাইফুর রহমান স্বপন’র সমর্থনে জনসংযোগ কালে এসব কথা বলেন। মওদুদ বলেন, বর্তমান সরকার ২০১৪ সালের ৫ জানুয়ারী একটি প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে সে নির্বাচনে বিএনপি অংশ নেয়নি কেননা ওই নির্বাচনে গনতান্ত্রিক ব্যবস্থাকে আনুষ্ঠানিক হত্যা করা হয়েছে। প্রতিকূল অবস্থার মধ্যেও দলের প্রতিক ধানের শীষে পৌর নির্বাচনে ভোট করার সুযোগ আসায় আমরা এ নির্বাচনে অংশ নিচ্ছি।
উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, এ নির্বাচনে লড়াই করে আমাদের দলীয় প্রতিকের মেয়র প্রার্থীকে বিজয়ী করতে হবে। এতে করে একদলীয় শাসনের অবসান ঘটবে, সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি বন্ধ হবে। দলীয়নেতাকর্মীদের বাড়ী-বাড়ী গিয়ে হয়রানি, মামলা-হামলায় জড়ানো ও গ্রেফতারের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, গনতন্ত্র ছিনিয়ে আনার এ নির্বাচনে আমাদের জয়ী হতেই হবে। তিনি ধানের শীষ প্রতিকের মেয়র প্রার্থীকে বিজয়ী করতে নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়া, ভোটারদের স্বত:স্ফুর্ত হয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার আহবান জানান।
এসময় পৌর যুবদলের সভাপতি হুমাযূন কবির বাবু’র পরিচালনায় এসময় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট আবু তাহের, উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেন ও মেয়র প্রার্থী কাজী সাইফুর রহমান স্বপন।
সম্পাদনা: আরএইচ/ইআর
‘বিএনপি বিজয়ী হলে গণতন্ত্র সমুন্নত হবে-জঙ্গীবাদ নিশ্চিহ্ন হবে’








