দাগনভ‚ঞা প্রতিনিধি>>
ডেইলি নিউ নেশন ও অনলাইন নিউজ পোর্টাল নতুন ফেনী’র দাগনভ‚ঞা প্রতিনিধি মোঃ ইয়াছিন করিম রনির মোটর সাইকেল চুরি হয়েছে। শুক্রবার রাতে উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের দক্ষিন চন্ডিপুর গ্রামের নিজ বাড়ী থেকে সাইকেলটি চুরি হয়।
সাংবাদিক রনি জানায়, ওই দিন রাতে ঘরের সামনে মোটর সাইকেলটি (ডিসকভার ১৩৫সিসি, সিসি বি-বি রংয়ের মোটর সাইকেল, যার লাইসেন্স নং-১১-১০৮৮) রেখে ঘরে প্রবেশ করে সাংবাদিক ইয়াসিন রনি। এর কিছুক্ষণ পরে ঘর থেকে বের হয়ে মোটর সাইকেলটি না দেখে আশ-পাশে অনেক খোঁজাখুজি করে। পরে মোটর সাইকেলটি না পেয়ে শনিবার সকালে দাগনভূঞা থানাকে বিষয়টি অবহিত করা হয়েছে।
সম্পাদনা: আরএইচ/ইআর
দাগনভূঞায় সাংবাদিক রনি’র মোটর সাইকেল চুরি








