শহর প্রতিনিধি >>
ফেনীতে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় খাদ্য প্রতিমন্ত্রী নুরুজ্জামান অহমেদ। শনিবার বিকালে ফেনী সার্কিট হাউজে আয়োজিত মতবিনিময় সভায় খাদ্য বিভাগ ও ফেনীতে কর্মরত বিভিন্ন পর্যায়ের সরকারী কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পরে খাদ্য প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে জেলা আওয়ামীলীগ, যুবলীগ, পৌর যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ফুল দিয়ে অভিনন্দন জানান। এসময় জেলা আওয়ামীলীগের সভাপতি আবদুর রহমান বিকম, জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক শুসেন চন্দ্র শীল, পৌর যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম, যুগ্ম-আহবায়ক গাজী খালেদ ইমাম জুয়েল, জেলা ছাত্রলীগের সভাপতি সালাহ উদ্দিন ফিরোজ ও সাধারণ সম্পাদক জাবেদ হায়দার জর্জসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, খাদ্য প্রতিমন্ত্রী নুরুজ্জামান অহমেদ রবিবার ফেনী গালর্স ক্যাডেট কলেজ’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রথান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
সম্পাদনা: আরএইচ
ফেনীতে খাদ্য প্রতিমন্ত্রীর মতবিনিময়








