নিজস্ব প্রতিনিধি>>
ফেনী রিপোটার্স ইউনিটির সিনিয়র সদস্য ও সাপ্তাহিক গ্রামদেশ সম্পাদক গোলাম মোস্তফা ভূঁইয়ার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সোমবার। ২০১৩ সালের এদিনে রাজধানীর শমরিতা হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন ফেনীর এ প্রবীন সাংবাদিক ও কবি। তিনি ফেনী প্রেস ক্লাব ও রোটারী ক্লাবের সাবেক সভাপতি ছাড়াও বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের সাথে জড়িত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও একমাত্র সন্তান রেখে যান। গোলাম মোস্তফা ভূঁইয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আজ বাদ আসর ফেনী রিপোর্টার্স ইউনিটি ও বাদ মাগরিব তার নিজ বাড়ী রামপুর ভূঞা বাড়ীতে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
সম্পাদনা: আরএইচ
গোলাম মোস্তফা ভূঁইয়ার মৃত্যুবার্ষিকী সোমবার








