নিজস্ব প্রতিনিধি>>
জমে উঠেছে ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য দাগনভূঞা পৌর নির্বাচনের শেষ মূহুর্তের প্রচার-প্রচারণা। সোমবার নির্বাচনী প্রচারণার শেষ দিন সকাল থেকে ভোটারদের বাড়ীতে-বাড়ীতে ছুটছেন মেয়র-কাউন্সিলর প্রার্থীরা।
জানা যায়, ভোর হওয়ার পর থেকে বর্তমান মেয়র ও আ’লীগ সমর্থিত প্রার্থী ওমর ফারুক খান (নৌকা)ও বিএনপির সমর্থিত প্রার্থী কাজী সাইফুর রহমান স্বপন (ধানের শীষ) গোটা পৌরসভা চষে বেড়াচ্ছেন। থেমে নেই কাউন্সিল প্রার্থীরাও। এ পৌরসভায় মেয়র পদে পৌরসভার ৯টি ওয়ার্ডে ভোটগ্রহণ হলেও কাউন্সিলর পদে মাত্র তিনটি ওয়ার্ডে নির্বাচন অনুষ্ঠিত হবে। ৭টি ওয়ার্ডে বিনাপ্রতিদ্বন্ধিতায় আ’লীগ সমর্থিত কাউন্সিলরা নির্বাচিত হওয়ায় ভোটের বাজারকে কিছুটা চাঙ্গা করে রেখেছে পৌরসভার ১, ৩ ও ৭নং ওয়ার্ডের কাউন্সিলররা। নির্বাচনে জয়লাভকে ঘিরে তাদের আশাও কমনা। সে আশায় নির্বাচন কমিশন ঘোষিত প্রচারণার শেষ দিন পর্যন্ত চোখে মুখে ঘুম নেই তাদের।
পৌর সভার ১ নং ওয়ার্ডের মো: ইউসুফ (টেবিল ল্যম্প) নতুন ফেনী’কে জানান, প্রচার-প্রচারণার শেষ দিন বলে একটু কষ্ট হচ্ছে। আমরা চেষ্টা করছি ওয়ার্ডের প্রতিটি পরিবারের সদস্যদের সাথে দেখা করতে। নির্বাচনকে ঘিরে শঙ্কার কথা বলে তিনি জানান, ভোটাররা ভোটকেন্দ্রে যেতে পারলে জয়ের ব্যাপারে তিনি আশাবাদী। তবে এর জন্য তিনি প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, দাগনভূঞা পৌরসভায় ১০ কেন্দ্রে ১০ হাজার ২শ’ পুরুষ ও ১০ হাজার ৩শ’ ৪৭ নারী ভোটার তাদের পছন্দের মেয়র নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন।
সম্পাদনা: আরএইচ/এমকেএইচ








