নতুন ফেনী টিম >>
দাগনভূঞা পৌরসভা নির্বাচনে বর্তমার মেয়র ওমর ফারুক খান (নৌকা) ৯ হাজার ২শ’ ৩৯ ভোটে পুনরায় নির্বাচিত হয়েছে। ওমর ফারুক খান পান ১১ হাজার ৫শ’ ৮১ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি সমর্থিত প্রার্থী কাজী সাইফুর রহমান স্বপন (ধানের শীষ) ২ হাজার ৩শ’ ৪২ ভোট। বুধবার সন্ধ্যায় তাকে বেসরকারী ভাবে নির্বাচিত ঘোষণা করেন নির্বাচন রিটার্ণিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার ফরিদা খানম।
রিটার্ণিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, আলাইয়াপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২ হাজার ৬শ ৯২ ভোটারের মধ্যে নৌকা ৮শ’ ৬৬ ও ধানের শীষ ১ হাজার ১শ’ ১, উত্তর করিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২ হাজার ৩শ ২৮ ভোটারের মধ্যে নৌকা ৩শ’ ৯৭ ও ধানের শীষ ৩শ’ ৪০, আতাতুর্ক মডেল হাইস্কুল কেন্দ্রে ১ হাজার ৩শ’ ৩৬ ভোটারের মধ্যে নৌকা ৬শ’ ৯০ ও ধানের শীষ ২শ’ ৪৫, বেতুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ৯শ’ ৪ ভোটারের মধ্যে নৌকা ৭শ’ ৫১ ও ধানের শীষ ১শ’ ৬৪, জগতপুর ওয়াজেরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২ হাজার ৮শ’ ৩০ ভোটারের মধ্যে নৌকা ২ হাজার ১শ’ ১৭ ও ধানের শীষ ১শ’ ১, দক্ষিণ জগতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৬শ’ ৭৩ ভোটারের মধ্যে নৌকা ৫শ’ ১৯ ও ধানের শীষ ৯, রামানন্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ৮শ ৩৬ ভোটারের মধ্যে নৌকা ১হাজার ৪শ’ ৭৩ ও ধানের শীষ ১৯, কৃষ্ণরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ৩শ ৬৬ ভোটারের মধ্যে নৌকা ৮শ’ ও ধানের শীষ ১শ’ ৩৫, উদরাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২ হাজার ৫শ ৭ ভোটারের মধ্যে নৌকা ১হাজার ৭শ’ ৩৮ ও ধানের শীষ ৮০ ও দাগনভূঞা একাডেমী কেন্দ্রে ৩ হাজার ৯৯ জন ভোটারের মধ্যে নৌকা ২ হাজার ২শ’ ৩০ ও ধানের শীষ ১শ’ ৪৮ ভোট পেয়েছে।
সম্পাদনা: আরএইচ/এনকে/ইআর/এমকেএইচ/ডিটি/টিএএন
দাগনভূঞায় আ’লীগ প্রার্থী ফারুক খান ৯২৩৯ ভোটে বিজয়ী







