নিজস্ব প্রতিনিধি>>
ফেনী পৌরসভার ৭ নং ওয়ার্ডের সৈয়দপুর এলকায় অসহায় ১শ’ পরিবারকে ঘর নির্মাণ করে দেয়ার ঘোষণা করেছেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী। শুক্রবার ওই এলাকায় নিজ অর্থায়নের বৃদ্ধা ছাবেদা খাতুনের ঘর উদ্বোধন কালে তিনি এ ঘোষণা দেন।
এসময় জেলা পরিষদ প্রশাসক আজিজ আহম্মদ চৌধুরী, জেলা আওয়ামীলীগের সভাপতি ও ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, ফেনী পৌরসভার মেয়র হাজাী আলাউদ্দিন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি খায়রুল বাশার তপন, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর বাহার উদ্দিন বাহার, লুৎফুর রহমান খোকন হাজারী, আশ্রাফুল আলমসহ দলীয় বিপুল পরিমান নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পরে ওই এলাকায় সাংসদ নিজাম উদ্দিন হাজারী দেয়া ভোজে অংশ নেয় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, সাংবাদিকসহ ওই এলাকার কয়েক হাজার মানুষ।
এর আগে বৃদ্ধা ছাবেদা খাতুনের ঘর দখল করে স্থানীয় এক যুবলীগ নেতা দোকান ঘর নির্মাণ করলে সাংসদ নিজাম হাজারী বিষয়টি জানতে পারে। পরে তাৎক্ষণিক তিনি ওই এলাকায় গিয়ে ওই দোকানঘর ভেঙ্গে নিজ অর্থায়নে প্রায় ৯ লাখ টাকা খরচ করে ঘর নির্মাণ করে দেন।
সম্পাদনা: আরএইচ








