সদর প্রতিনিধি>>
ফেনী সদর উপজেলার মীরগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার উদ্বোধন করা হয়েছে। রবিবার স্কুল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক আজিজ আহম্মদ চৌধুরী।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি শাহিদুল হক আরিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের যুগ্ম-আহŸায়ক শুসেন চন্দ্র শীল, ফেনী সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার প্রবীর কুমার চৌধুরী, এনসিসি ব্যাংক মাইজদী শাখা ব্যবস্থাপক জয়নাল আবদীন।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন মীরগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বীনা রানী আচার্য্য, মুক্তিযোদ্ধা মমিনুল হক, বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক সতীশ চন্দ্র দাস, পিংকু রায়, সুচিস্মিতা দে, শারমীনা আক্তার, মহিলা অভিভাবক সদস্য রাহেলা আক্তার, ফিরোজা বেগম, ছাত্র-ছাত্রী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে মীরগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ, মিলাদ মাহফিল ও পুরস্কার বিতরণ করা হয়।
সম্পাদনা: আরএইচ
মীরগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার উদ্বোধন








