ছাগলনাইয়া প্রতিনিধি>>
চট্টগ্রামের পারকি চরে ছাগলনাইয়া হেল্পিং মাইন্ড’র আনন্দ ভ্রমন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটিকে উদযাপন করে সংগঠনটির সদস্যরা।
হেল্পিং মাইন্ডের সভাপতি ও সরকারী কলেজ ইংরেজি বিভাগের প্রভাষক মোঃ মোস্তাক হোসেন সোহেল জানান, সংগঠনের ৪০জন সদস্য নিয়ে শনিবার সকালে পারকির চরের উদ্দেশ্যে যাত্রা করেন তরা। সংগঠনের সদস্য মাসুম বিল্লাহ’র কোর’আন তেলাওয়াতের মধ্য দিয়ে আনন্দ ভ্রমন শুরু হয়। চলতি পথে সদস্যরা গান, কবিতা ও কৌতুক প্রতিযোগিতায় অংশ নেয়। দুপুর ১২.৪০ মিনিটে পারকির চর সমুদ্র সৈকতে পৌঁছেন তারা। গাড়ী থেকে নেমে সদস্যরা বালুর চরে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে। বিকেলে উল্টো দৌড়, মুরগীর লড়াই খেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় আসার পথে বিজয়ীদের মাঝে পুরুষ্কার তুলে দেয়া হয়।
সম্পাদনা: আরএইচ/এমকেএইচ
ছাগলনাইয়া হেল্পিং মাইন্ড’র আনন্দ ভ্রমন
