বিশেষ প্রতিনিধি>>
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা লাটিমীতে এলপি গ্যাস রিফিল স্টেশনে বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ৬ ব্যাক্তি দগ্ধ হয়েছেন।
সোমবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম লাটিম এলাকায় ইউনিভার্সাল এলপি গ্যাস স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হচ্ছেন হারুন, এমরান, শাহাদাত, মোহাম্মদ শরীফ, মানিক ও মিমাংশু । দগ্ধদের মধ্যে হারুনের অবস্থা আশঙ্কাজনক। তার শরীরের ৩০ শতাংশ পুড়ে গেছে।
ফেনী আধুনিক সদর হাসপাতালের ভারপ্রাপ্ত চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সারোয়ার আলম জানান, হারুন ছাড়া বাকিরা আশঙ্কামুক্ত। তাদের শরীরের ১০ শতাংশের মতো পুড়ে গেছে।
উল্লেখ্য: সোমবার বিকালে ওই স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
সম্পাদনা: এনকে/ডিটি
লাটিমীতে বিস্ফোরনে অগ্নিদগ্ধ ৬ জন
