নতুন ফেনী ডেস্ক>>
রোটার্যাক্ট ক্লাব অব ফেনী অপূর্ব’র উদ্যোগে পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হয়েছে। সোমবার ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের মধ্যম চাঁদপুর হেদায়েতুল মুসলেমিন খানকায়ে শরীফ মাদ্রাসায় এ কর্মসূচী পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রোটারী কøাব অব ফেনী অপূর্ব’র চার্টার প্রেসিডেন্ট রোটা: আবদুল আউয়াল সবুজ। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব ফেনী অপরুপার প্রেসিডেন্ট রোটা: নজরুল ইসলাম সবুজ, ফেনী অপূর্ব’র প্রেসিডেন্ট ইলেক্ট রোটা: সাইদুল মিল্লাত মুক্তা, চার্টার সেক্রেটারী রোটা: মহিম উদ্দিন পৃথিবী, স্থানীয় সামাজ সেবক মোশারফ হোসেন নাসিম। রোটার্যাক্ট ক্লাব অব ফেনী অপূর্ব’র চার্টার প্রেসিডেন্ট রো: আরাফাত উল মিল্লাত দিপুল এর সঞ্চালনায় শুরুতেই বক্তব্য রাখেন পি.এস.সি.সি. রোটা: এডভোকেট রাশেদ মাযহার।
এছাড়াও অনুষ্ঠানে চার্টার সেক্রেটারী রো: মাখজাম হায়দার মিরাজ, রো: আরাফাত খান, রো: আলা উদ্দিন আহম্মেদ রায়হান ও রো: সুজন মাহমুদ উপস্থিত ছিলেন। পোগ্রাম চেয়াম্যান হিসাবে দ্বায়িত্ব পালন করেন ফরহাদ উদ্দিন ভূঞা পাশা। নৈতিক শিক্ষা অর্জন এর মূল সূতিকাগার ধর্মীয় শিক্ষায় প্রসারে রোটার্যাক্ট ক্লাব কর্তৃক আল কোরআন বিতরণ করায় প্রতিষ্ঠানটির প্রধান ক্লাব কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান মাদরাসা কর্তৃপক্ষ।
সম্পাদনা: এনকে
রোটার্যাক্ট ক্লাব অব ফেনী অপূর্ব’র কোরআন শরীফ বিতরণ







