মিরসরাই প্রতিনিধি>>
মিরসরাই ও বারইয়ারহাট পৌরসভা নির্বাচনে ৩ জন মেয়র প্রার্র্থী সহ ৪৫ জন কাউন্সিলরের জামানত বাজেয়াপ্ত হয়েছে। এর মধ্যে মিরসরাই পৌরসভা মেয়র প্রার্থী এজেডএম রফিকুল ইসলাম পারভেজ (ধানের শীষ), আরিফ মঈন উদ্দিন (হাত পাখা), বারইয়ারহাট পৌরসভার মেয়র প্রার্থী মঈন উদ্দিন লিটন (ধানের শীষ)।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. তোফায়েল হোসেন জানান, ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়া মিরসরাই পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী এজেডএম রফিকুল ইসলাম পারভেজ (ধানের শীষ) পেয়েছেন ৪’শ ৭৫ ভোট, আরিফ মঈন উদ্দিন (হাত পাখা) ৩৪ ভোট। মোট ভোট পড়ে ৭ হাজার ৮’শ ৮৮টি। বিজয়ী প্রার্থী গিয়াস উদ্দিন (নৌকা) পান ৭ হাজার ২’শ ৯৭ ভোট। সংরক্ষিত কাউন্সিলর (১) প্রার্থী মর্জিনা বেগম (ভ্যানিটি ব্যাগ), সংরক্ষিত কাউন্সিলর (২) প্রার্থী ছকিনা বেগম (চুড়ি), দিলোয়ারা আক্তার শিল্পী (হারমোনিয়াম), বিবি রহিমা (ভ্যানিটি ব্যাগ), শাহিদা আক্তার (পুতুল), সংরক্ষিত কাউন্সিলর (৩) প্রার্থী মোছাম্মৎ আমেনা বেগম (পুতুল), সুলতানের নেছা চৌধুরী (আঙ্গুর), ১নং ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর প্রার্থী মো. জাগির হোসেন (ডালিম), মো. নুরুল হুদা (উটপাখি), মো. মোশারফ হোসেন (পাঞ্জাবি), ৩ নং ওয়ার্ডে আরমান হোসেন (ডালিম), মো. আবুল কাশেম (পাঞ্জাবি), ৫ নং ওয়ার্ডে কামরুল হাসান লিটন (ডালিম), মো. আবদুল কাইউম (পানির বোতল), ৬ নং ওয়ার্ডে মো. ইকবাল হোসেন (গাজর), মো. জাফর ইকবাল (উটপাখি), মো. নুরুল করিম (পাঞ্জাবি), ৭নং ওয়ার্ডে মুহাম্মদ নুরুল ইসলাম (পাঞ্জাবি), মো. খানসাব (ডালিম), ৮নং ওয়ার্ডে মোহাম্মদ মাজহারুল আনোয়ার (ডালিম), মো. দিদারুল আলম (উটপাখি), মো. রবিউল হক (টেবিল ল্যাম্প), মো. রবিউল হোসেন (পাঞ্জাবি), ৯নং ওয়ার্ডে আবুল কাসেম (পাঞ্জাবি), মোহাম্মদ আবু জাফর (পানির বোতল), মো. ফরিদুলের (ডালিম) নির্বাচনী জামানত বাজেয়াফত হয়েছে। আর বারইয়ারহাট পৌরসভায় মেয়র প্রার্থী মঈন উদ্দিন লিটন (ধানের শীষ) পেয়েছেন ২’শ ৩৮ ভোট। বিজয় প্রার্থী মো. নিজাম উদ্দিন (নৌকা) পেয়েছেন ৫ হাজার ৬৬ ভোট। মোট ভোট সংগ্রহ হয়েছে ৫ হাজার ৩’শ ৮০টি। ১ নং ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর প্রার্থী মো. মীর হোসেন (পাঞ্জাবি), শাইদুল ইসলাম মামুন (পানির বোতল), মো. শাহাদাৎ হোসেন (টেবিল ল্যাম্প), ২ নং ওয়ার্ডে মীর মো. জহির উদ্দিন (ডালিম), মো. ইমামুল ইসলাম (পাঞ্জাবি), ৩নং ওয়ার্ডে মোশারফ হোসেন (টেবিল ল্যাম্প), মো. হারুন রশিদ (পানির বোতল), ৪ নং ওয়ার্ডে বদিউল আলম তোতা (পাঞ্জাবী), মো. জসীম উদ্দিন (উটপাখি), ৫ নং ওয়ার্ডে মো. মোশারফ হোসেন (উটপাখি), ৬নং ওয়ার্ডে মো. আনোয়ার হোসেন (ডালিম), ৭নং ওয়ার্ডে নুর মোহাম্মদ মানিক (উটপাখি), মো. আনোয়ারুল কাদের (পানির বোতল), মো. এছাক মিয়া (পাঞ্জাবি), মো. নুরুল হুদা (ডালিম), ৮নং ওয়ার্ডে মো. হেদায়েত উল্লাহ (ডালিম), ৯নং ওয়ার্ডে নুরের নবী (ডালিম), মো. মজিবুল (পাঞ্জাবি), মো. মোমিন উদ্দিনের (উটপাখি) নির্বাচনী জামানত বাজেয়াফত হয়েছে।
প্রসঙ্গত : মিরসরাই পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্ব›িদ্ধতা করেন মো. গিয়াস উদ্দিন (নৌকা), এ.জেড.এম রফিকুল ইসলাম পারভেজ (ধানের শীষ), আরিফ মাঈন উদ্দিন (হাতপাখা) প্রতীকে। সাধারন ওয়ার্ড কাউন্সিলর হিসেবে প্রতিদ্ধ›িদ্ধতা করেন মোট ৩১ প্রার্থী এবং সংরক্ষিত ওয়ার্ডে ১২ জন প্রার্থী। বারইয়ারহাট পৌরসভায় মেয়র পদে প্রতিদ্ধ›িদ্ধতা করেন মো. নিজাম উদ্দিন প্রকাশ ভিপি নিজাম (নৌকা), প্রার্থী মঈন উদ্দিন লিটন (ধানের শীষ) প্রতীকে। সাধারন ওয়ার্ড কাউন্সিলর পদে প্রতিদ্ধ›িদ্ধতা করেন মোট ৩৮ জন প্রার্থী ও সংরক্ষিত ওয়ার্ডে ৭ জন প্রার্থী।
সম্পাদনা: আরএইচ/এমইউ
মিরসরাই-বারইয়ারহাটে ৩ মেয়রসহ ৪৫ প্রার্থীর জামানত বাতিল








