সোনাগাজী প্রতিনিধি>>
সোনাগাজী মডেল থানার পরিদর্শক (ওসি) পরিবর্তনের প্রতিবাদে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীরা। শুক্রবার উপজেলার মতিগঞ্জ ও ডাক বাংলো এলাকায় এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২৫ নভেম্বর সোনাগাজী মডেল থানার পরিদর্শক হারুন অর রশিদকে পুলিশ লাইনে প্রত্যাহার করে লক্ষীপুর চন্দ্রগঞ্জ থানার পরিদর্শক হুমায়ুন কবিরকে সোনাগাজী থানায় বদলি করা হয়। নির্বাচন কমিশনে সিদ্ধান্তের কারণে ওই সময় নতুন কর্মস্থলে যোগ না দিয়ে বৃহস্পতিবার রাতে হুমায়ুন কবির সোনাগাজী মডেল থানায় যোগদান করেন। নতুন ওসি কাজে যোগদানের খবর ছড়িয়ে পড়লে এর প্রতিবাদে পরদিন শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে যুবলীগ-ছাত্রলীগ নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। এসময় শতাধিক ককটেল বিষ্পোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। পরবর্তীতে সোনাগাজী -ফেনী সড়কের মতিগঞ্জ ও ডাকবাংলা নামক স্থানে প্রায় এক ঘন্টা সড়ক অবরোধ করে রাখে। পরে ফেনী থেকে অতিরিক্ত র্যাব-পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।
নবাগত ওসি মো. হুমায়ুন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদনা: আরএইচ