নিজস্ব প্রতিনিধি>>
ফেনীর লালপুলে বহুল আলোচিত ২৬ যুবলীগকর্মীর কাছ থেকে জব্দকৃত ৫৪টি অস্ত্রের ৬টি মালিকদের ফেরত দেয়া হয়েছে। আদালতের আদেশের কাগজ পেয়ে মঙ্গলবার কোর্টের মালখানার এসআই মাহবুবুর রহমান অস্ত্রগুলো বুঝিয়ে দেন।
এসআই মাহবুবুর রহমান জানান, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মশিউর রহমান খানের আদালতে লাইসেন্সকৃত অস্ত্রগুলো ফেরত পেতে দাগনভূঞা উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান জয়নাল আবদীন মামুন, দাগনভূঞা পৌর সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ওমর ফারুক খান, ফেনী পৌরসভার কাউন্সিলর সাইফুর রহমান সাইফু, নবনির্বাচিত কাউন্সিলর লুৎফুর রহমান খোকন হাজারী, জায়লস্কর ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ মিলন, ছাগলনাইয়ার পাঠাননগর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী জুয়েল আবেদন করেন। তাদের আবেদনের প্রেক্ষিতে ৩১ ডিসেম্বর আদালত অস্ত্রগুলো ফেরত দেয়ার নির্দেশ প্রদান করেন। আদালতের নির্দেশে গতকাল দুপুরে ৫টি শর্টগান ও একটি বন্দুক তাদের হাতে বুঝিয়ে দেয়া হয়।
প্রসঙ্গত; ২০১৫ সালের ৬ জুন র্যাব অভিযান চালিয়ে মহাসড়কের লালপোল থেকে বিপুল পরিমান অস্ত্র সহ ২৬ যুবলীগ-ছাত্রলীগ নেতাকর্মীকে গ্রেফতার করে। মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডির পরিদর্শক গোলাম মোস্তফা গত ২৮ ডিসেম্বর তাদের প্রত্যেককে অভিযুক্ত করে চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মশিউর রহমান খানের আদালতে চার্জশীট প্রদান করেন। চার্জশীটে অস্ত্র সহ গ্রেফতারকৃত ছাত্রলীগ-যুবলীগের ২৬ নেতাকর্মীকে আসামী ও ৫৪ টি অস্ত্র জব্দ দেখানো হয়েছে। ২৬ আসামীর মধ্যে ১৪ জন কাশিমপুর ও ১২ জন ফেনী কারাগারে রয়েছেন।
সম্পাদনা: আরএইচ
ফেনীর লালপুলে জব্দকৃত ৫৪টি অস্ত্রের মধ্যে ৬টি ফেরত দিয়েছে আদালত







