নতুন ফেনী ডেস্ক >>
না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও টেলিভিশন টক শোর পরিচিত মুখ অধ্যাপক পিয়াস করিম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। সোমবার ভোর পাঁচটার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, অসুস্থ হয়ে পড়লে ভোর পাঁচটার দিকে পিয়াস করিমকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী বুধবার পর্যন্ত তার মৃতদেহ স্কয়ার হাসপাতালের হিমাগারে রাখা হবে। পিয়াস করিমের তিন বোন আমেরিকা, কানাডা ও ভারতে থাকেন। তারা দেশে এলে পিয়াস করিমের দাফনের সিদ্ধান্ত নেয়া হবে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ইকোনমিক্স অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের অধ্যাপক পিয়াস করিমের গ্রামের বাড়ি কুমিল্লায়।
পিয়াস করিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সম্পাদনা: আরএইচ
অধ্যাপক পিয়াস করিম আর নেই
