নিজস্ব প্রতিনিধি>>
ফেনীর মহিপালে বর্বরোচিত ট্রিপল মার্ডার মামলার তদন্ত শুরু হয়েছে। বুধবার দ্রুতগতিতে এ মামলার তদন্ত চলছে বলে জানিয়েছেন ফেনী সিআইডির পরিদর্শক মো: এনামুল হক।
সংশ্লিস্ট সূত্র মতে, চৌধুরী বাড়ী সংলগ্ন হেঞ্জু মিয়া হাজী বাড়ীতে ট্রিপল মার্ডার মামলাটি ১২ জানুয়ারি ফেনী মডেল থানা থেকে সিআইডিতে হস্তান্তর করা হয়। মঙ্গলবার সিআইডির ইনচার্জ ও সহকারি পুলিশ সুপার মো: মোজাম্মেল হোসেনের নেতৃত্বে সিআইডির একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেখানে তারা আলোচিত এ মামলার বাদী মোমিনুল হক নয়ন সহ স্থানীয় এলাকাবাসীর সাথে কথা বলেন। তদন্তে তিনটি হত্যাকান্ডের প্রমান পাওয়া গেছে বলে তিনি জানান। তিনি আরও বলেন, ঘটনার প্রকৃত আসামীদের অভিযুক্ত করে এ মামলার দ্রুত চার্জশীট প্রদান করা হবে।
প্রসঙ্গত; জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে ২৫ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ওই বাড়ীতে নারকীয় হত্যাযজ্ঞ চালায় অস্ত্রধারী সন্ত্রাসীরা। ঘটনাস্থলে আকলিমা আক্তার ও মাঈন উদ্দিন নামের দুইজন এবং একদিন পর মারুফ নামের এক শিশু মারা যায়। এ ব্যাপারে মাঈন উদ্দিনের ছেলে মোমিনুল হক নয়ন বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেন। মামলায় স্থানীয় সাহেদ চৌধুরী, স্বপন চৌধুরী, ফারুক চৌধুরী, মিঠু চৌধুরী সহ ২১ জনের নাম উল্লেখ করে ২৫-২৬ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে। স্বপন চৌধুরীর বসতঘর থেকে শর্টগান ও মিঠু চৌধুরীর বাড়ী থেকে এক নলা বন্দুক এবং ৪৫ রাউন্ড গুলি উদ্ধার করে ৯ জনকে গ্রেফতার করেন মামলার তৎকালীন তদন্ত কর্মকর্তা ও ফেনী মডেল থানার ওসি (তদন্ত) মো: শাহীনুজ্জামান।
সম্পাদনা: আরএইচ







