শহর প্রতিনিধি >>
ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে রাজিব আহসানকে সভাপতি ও আকরামুল হাসানকে সাধারণ সম্পাদক করায় আনন্দ মিছিল বের করেছে ছাত্রদল। বুধবার দুপুর ১২টার দিকে শহরের এসএসকে সড়কের সমবায় সুপার মার্কেট সংলগ্ন স্থান থেকে মিছিলটি শুরু হয়। জলা সভাপতি নঈম উল্লাহ চৌধুরী বরাত ও সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন মামুন মিছিলে নেতৃত্ব মিছিলটি ট্রাংক রোডের খেজুর চত্ত্বর, দোয়েল চত্ত্বর সহ প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ফের সমবায় মার্কেটের সামনে গিয়ে শেষ হয়। এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা যুবদল সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পাটোয়ারী, স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক সাইদুর রহমান জুয়েল প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদনা: আরএইচ
ফেনীতে ছাত্রদলের আনন্দ মিছিল
