ছাগলনাইয়া প্রতিনিধি>>
ছাগলনাইয়ায় ২ শ’ বোতল ফেন্সিডিলসহ শহীদুল আলম (৪৫) আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে ছাগলনাইয়া পৌরসভার একাডেমী সড়ক থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলকায় অভিযান চালায় ছাগলনাইয়া থানার সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল। এসময় ২০০ বোতল ফেন্সিডিলসহ নুরুল আলমকে আটক করা হয়। আটকৃত শহীদুল আলম চট্টগ্রাম জেলার বোয়াল খালি উপজেলার সাকপুরা গ্রামের নুরুল আলমের ছেলে। পুলিশ জানায় সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত।
ছাগলনাইয়া থানার পরিদর্শক মো: রাশেদ খান চৌধুরী মাদক ব্যবসায়ী আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
সম্পদনা: আরএইচ/এমকেএইচ
ছাগলনাইয়ায় ২শ’ বোতল ফেন্সিডিলসহ ব্যবসায়ী আটক
