মিরসরাই প্রতিনিধি >>
মিরসরাইয়ের কৃতিত সন্তান বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের দুইবার নির্বাচিত মহাসচিব এমদাদ হোসেন মতিনকে সংর্বধনা দিয়েছেন মিরসরাই উপজেলা কমান্ড। বৃহস্পতিবার সকালে উপজেলা অডিটরিয়ামে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কবির আহম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চট্টগ্রাম জেলা ইউনিটের কমান্ডার সাহাব উদ্দিন, সহকারী ইউনিট কমান্ডার জামাল উল্লাহ, এ.কে রশীদ আহম্মদ সিদ্দিকী, এ.কে.এম আলা উদ্দিন মিরসরাই উপজেলা ডিপুটি কমান্ডার আবুল হাশিম, সহকারী কমান্ডার ফজুলুল করিম, আবুল কালাম, নূর মোহাম্মদ চৌধুরী, আবু তাহের মাসুক, নজরুল ইসলাম, আবদুল মোতালেব ভূইয়া প্রমুখ।
পরে উপজেলা সহকারী কমান্ডার এম. এম কামাল পাশার সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে তিন মুক্তিযোদ্ধা পরিবারকে সহায়তা প্রদান করেন।
সম্পাদনা: আরএইচ/এমইউ
মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের মহাসচিবকে সংবর্ধনা
