নিজস্ব প্রতিনিধি>>
চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়ন যুবলীগ নেতা জামাল উদ্দিন হত্যা মামলার আসামি মো. আলাউদ্দিনকে (৪০) ফেনী থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)। সোমবার রাতে ফেনী শহরতলীর ফতেহপুরের স্টার লাইন ফিলিং স্টেশন সংলগ্ন ওপেল ব্রিকস ফিল্ড থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার ওপেল ব্রিকস ফিল্ডে অভিযান চালায় র্যাব। এসময় তাকে গ্রেফতার করে। গ্রেফতার আলাউদ্দিন সদর উপজেলার শর্শদী ইউনিয়নের নোয়াবাদ গ্রামের মোস্তফা ড্রাইভারের ছেলে।
র্যাব-৭ এর ফেনী ক্যাম্প কমান্ডার শাফায়াত জামিল ফাহিম বলেন. আলাউদ্দিনকে গ্রেফতার করে চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদনা: আরএইচ
ফেনীতে হত্যা মামলার আসামী গ্রেফতার
