শহর প্রতিনিধি>>
রোটারী ক্লাব অব ফেনী সেন্টালের ১৮তম অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার সন্ধ্যায় শহরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: আমিন উল আহসান।
রোটারিয়ান আবু জোবায়ের ভূঞা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রহমান বি.কম, গভর্ণর ইলেক্ট (২০১৬-১৭) রোটারিয়ান শহীদ আহম্মেদ চৌধুরী, ডিস্ট্রিক্ট গভর্ণর নমিনি (২০১৭-১৮) প্রফেসর মোঃ তৈয়ব চৌধুরী, ডিস্ট্রিক্ট গভর্ণর নমিনি ডিজেক্টনেটেড (২০১৮-১৯) রোটারিয়ান দিল নাশিন মহসেন, এসিস্ট্যান্ট গভর্ণর রোটারিয়ান পিপি মোস্তফা আজিজুল মুনির ও এবি চৌধুরী জিন্নাহ, চাটার্ড প্রেসিডেন্ট রোটারিয়ান এড. আক্রামুজ্জামান, ইনার হুইল ডিস্ট্রিক্ট ইনকার্মিং চেয়ারম্যান লাভলি বায়েজিদ, ইনার হুইল ফেনী সেন্টাল এর প্রেসিডেন্ট মোমেনা মিল্লাত। অনুষ্ঠানে বার্ষিক প্রতিবেদন পাঠ করেন বিদায়ী সেক্রেটারী রোটারিয়ান জামাল উদ্দিন
রোটারী ক্লাব অব ফেনী সেন্টালের প্রেসিডেন্ট রোটারিয়ান মোমিনুল হক চৌধুরী ও সেক্রেটারী রোটারিয়ান ফরিদ আহম্মেদ ভূঁঞা অভিসিক্ত হন।
অনুষ্ঠানে প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান এহসানুল হক, রোটারী ক্লাব অব ফেনী অপূর্ব’র প্রেসিডেন্ট রোটারিয়ান আবদুল আউয়াল সবুজ, রোটারী ক্লাব অব ফেনী অপরূপার প্রেসিডেন্ট রোটারিয়ান নজরুল ইসলাম সবুজ, ডিস্ট্রিক্ট সেক্রেটারী, ডিস্ট্রিক্ট ট্রেজারার, কুমিল্লা জোনের জোনাল ডাইরেক্টর, ডিস্ট্রিক্ট এডিশনাল- এসিস্ট্যান্ট ট্রেইনারগণ, এসিস্ট্যান্ট গভর্ণর ও রোটারী ক্লাব কুমিল্লা সাউথ এর প্রেসিডেন্ট, বিভিন্ন ক্লাব থেকে ওয়ার্ল্ড ক্লাস প্রেসিডেন্টগণ, সেক্রেটারী ও রোটারিয়ানগণ এতে অংশ নেন। অনুষ্ঠানে সাংকাদিক, বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী, পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদনা: আরএইচ
রোটারী ক্লাব অব ফেনী সেন্টাল’র অভিষেক অনুষ্ঠিত







