নিজস্ব প্রতিনিধি>>
দাগনভূঞা ইকবাল মেমোরিয়াল ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রহমত উল্লাহ রায়হানকে বহিস্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে মঙ্গলবার বিকালে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রবিউল হাসান রাকিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কলেজ ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফজলুল হককে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়েছে।
এর আগে ২০ মার্চ রবিবার সন্ধ্যায় দাগনভূঞা পৌর যুবলীগের সভাপতি শাহাজাহান সাজুকে কুপিয়ে ও গুলি করে ছাত্রলীগ নেতা রায়হান। ঘটনার পর তার ভাড়া বাসা থেকে সোমবার রাতে পুলিশ অভিযান চালিয়ে ১টি দেশীয় এলজি ও ১৫টি ককটেল এবং বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।
সম্পাদনা: আরএইচ
দাগনভূঞায় ছাত্রলীগ নেতা রায়হান বহিস্কার
