নতুন ফেনী ডেস্ক>>
সোনাগাজী পৌরসভার মেয়র ও কাউন্সিলদের ফুল দিয়ে অভিনন্দন জানিয়েছেন ফেনীর দুই সংসদ সদস্য। বৃহস্পতিবার রাতে নবনির্বাচিত এডভোকেট রফিকুল ইসলাম খোকনের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তারা।
এসময় উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী, মহিলা সংসদ সদস্য জাহানারা বেগম সুরমা, জেলা আ’লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, ফেনী পৌরসভার মেয়র হাজী আলা উদ্দিন, দাগনভুঞা উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতন, ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, জেলা যুবলীগের সাধারন সম্পাদক শুসেন চন্দ্র শীল, নবনির্বাচিত মেয়র ও উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম খোকন। উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন, যুগ্মসাধারন সম্পাদক ও আমিরাবাদ ইউপি চেয়ারম্যান জহিরুল আলম জহির, উপজেলা যুবলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যানের আজিজুল হক হিরন, পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন চৌধুরী সাজেল, সোনাগাজী সদর ইউপি চেয়ারম্যান সামছুল আরেফিন, বগাদানা ইউপি চেয়ারম্যান সাখাওয়াতুল হক বিটু এবং সকল নবনির্বাচিত কাউন্সিলর বৃন্দ।
সম্পাদনা: আরএইচ
সোনাগাজী পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের শুভেচ্ছা







